Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Five-Year Plans

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়

৭নং ঘোগা, উপজেলাঃ মুক্তাগাছা, ময়মনসিংহ।

 

এলজিএসপি, বার্ষিক উন্নয়ন কর্মসুচী, গ্রামীন অবকাঠামো সংস্কার/রক্ষনাবেক্ষন, নিজস্ব, উপজেলা পরিষদ ও অন্যান্য কর্মসুচীর আওতা

পঞ্চম বার্ষিক পরিকল্পনা-২০১১

অর্থ বছরঃ ২০১১-২০১২, ২০১২-২০১৩, ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬ ইং।

 

অর্থায়নেঃ WDC, SIC, ও সংস্লিষ্ট বিভাগের বাস্তবায়ন নীতিমালা পদ্ধতি অনুযায়ী।

ইউনিয়ন পরিষদের সভার সিদ্ধান্তঃ

 

সভাপতিঃ মো: কামরুজ্জামান লেবু, পদবী চেয়ারম্যান, ৭নং ঘোগা ইউনিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহ।

সভার স্থানঃ ইউনিয়ন পরিষদ ভবন। সময়ঃ সকাল ১১:০০ ঘটিকা। তারিখঃ১৯/০৭/২০১১ ইং

 

সভায় উপস্থিত সদস্যগনের নামের তালিকা

 

ক্রমিক

নাম

পদবী

স্বাক্ষর

মন্তব্য

০১

জনাব মোঃ কামরুজ্জামান লেবু

চেয়ারম্যান

স্বাক্ষরিত

 

০২

জনাবা মোছাঃ জাহানারা বেগম

ইউপি সদস্য ৭,৮,৯ নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৩

জনাবা কানন বালা

ইউপি সদস্য ৪,৫,৬ নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৪

জনাব মোছাঃ জয়নবী বেগম

ইউপি সদস্য ১,২, নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৫

জনাব মোঃ নবাব আলী

ইউপি সদস্য ১নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৬

জনাব মোঃ জয়নাল আবেদীন (পাহাড়ী)

ইউপি সদস্য ২নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৭

জনাব মোঃ বাদশা মিয়া

ইউপি সদস্য ৩নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৮

জনাব মোঃ সিরাজ খান

ইউপি সদস্য ৪নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

০৯

জনাব মোঃ আঃ করিম

ইউপি সদস্য ৫নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

১০

জনাব মোঃ মতিউর রহমান

ইউপি সদস্য ৬নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

১১

জনাব মোঃ হেলাল উদ্দিন

ইউপি সদস্য ৭নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

১২

জনাব মোঃ শহিদুল্লাহ

ইউপি সদস্য ৮নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

১৩

১৪

১৫

১৬

জনাব মোঃ লুৎফর রহমান

জনাব শামছুন্নাহার

জনাব মোঃ আবুল কালাম

জনাব মোঃ রুহুল আমীন

ইউপি সদস্য ৯নং ওয়ার্ড

সদস্যা

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

 

 

 

আলোচ্য সুচীঃ ০১। বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন

             ০২। পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১ অনুমোদন প্রসঙ্গে।

সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ কমরুজ্জামান লেবু। সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। সভার শুরুতেই ইউপি সচিব কর্তৃক পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হলে কারো কোন আপত্তি বা সংশোধনী না থাকায় সর্ব্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।

সভায় সভাপতি মহোদয় জানান যে, ইউনিয়ন পরিষদের কাজের জবাবদিহিতা সেবার মান বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার শক্তিশালীকরণ কর্মসুচীগ্রহন করা হয়েছে। উক্ত কর্মসুচীর আওতায় ইউপির যোগ্যতা এই কর্মসুচীতে অন্তর্ভুক্তি পূর্ব শর্ত গ্রামীন অবকাঠামো নির্মান বা সংস্কার অথবা যে কোন উন্নয়ন কর্মসুচীর সুষ্ঠ ও স্বচ্ছ ভাবে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী/স্বল্প মেয়াদী পরিকল্পনা থাকা আবশ্যক। স্থানীয় সরকার শক্তিশালীকরন কর্মসুচীর আওতায় ওয়ার্ড পর্যায়ে জন অংশগ্রহনমুলক পরিকল্পনা সভায় জনগন কর্তৃক জনচাহিদার আলোকে প্রস্তাবিত প্রকল্প অগ্রাধীকার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য পঞ্চমবার্ষিক পরিকল্পনা/১১ গ্রহন করা হয়েছে। পঞ্চম বার্ষিক পরিকল্পনা ইউপি সভায় অনুমোদন করতে হবে। এই বিষয়ে ব্যপক আলাপ আলোচনান্তে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা সদস্য কানন বালা কাজের শৃংঙ্খলা, স্বচ্ছতার সার্থে প্রনীত পঞ্চম বার্ষিক পরিকল্পনা/১১ ইউপি সভায় অনুমোদন প্রস্তাব করেন। উক্ত প্রস্তাব ১নং সদস্য মোঃ নবাব আলী সাহেবের সমর্থনে সর্ব্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহীত হয়। সভাপতি মহোদয় এই বিষয়ে আলোচনা না থাকায় বিষয় ভিত্তিক আলোচনা সমাপ্ত ঘোষনা করেন।