এই ইউনিয়নে যেসব হাট বাজার রয়েছে তাদের নাম নিম্নে উল্লেখ করা হলো-
১। গাবতলী হাট
২। কালিবাড়ী বাজার
৩। কালিবাড়ী হাট
৪। বেচুয়াখালী বাজার
৫। বানাড়পাড় বাজার
৬। রসুলপুর বাজার
৭। গাবগাছতলা বাজার
৮।রামচন্দ্রপুর বাজার
এসব হাট বাজার প্রতিদিন বা নিদির্ষ্ট সময় অন্তর বসে। এতে প্রায় নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করা হয়।কাঁচাবাজার থেকে শুরু করে বিলাসবহুল পণ্য সহ সব ধরনের পণ্য এসব বাজার বা হাট থেকে পাওয়া যায়। এছাড়াও গাবতলী হাটে রবিবার বিরাট গরুর-ছাগল ও ধানের হাট বসে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS